‘বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি’ এই স্লোগান কে ধারণ করে জেলা জামায়াতের উদ্যোগে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে পৌর জামায়াতের আয়োজনে চুয়াডাঙ্গা শহরের আল-হেলাল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফলদ ও বনজ গাছের চারা রোপণের মধ্যদিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসুচির আনুস্ঠানিক উদ্বোধন করেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট মসলেম উদ্দিন,পৌর জামায়াতের আমীর এ্যাডভোকেট হাসিবুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আশিক, ইমরান হোসেন, পৌর প্রশিক্ষণ সম্পাদক ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, ১ নং ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান, ২ নং ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান, ৩ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, ৪ নং ওয়ার্ড সভাপতি সাদিক, ৫ নং ওয়ার্ড সভাপতি মিনহাজ উদ্দীন মন্ডল, ৬ নং ওয়ার্ড সভাপতি মুহিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ড সভাপতি রাকিব ও ৯ নং ওয়ার্ড সভাপতি শরিফ হাসান।
এ সময় প্রধান অতিথি জেলা আমীর রুহুল আমিন বলেন, পরিবেশের ভারসম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। এরই অংশ হিসেবে আমরা প্রত্যেক জায়গায় জনসাধারনকে সচেতন করছি এবং তাদের বাড়ির আঙ্গিনায়, বাড়ির পাশে খালি জায়গায়, পতিত জমিতে গাছ লাগানোর জন্য উৎসাহ দিচ্ছি। গণমাধ্যম কর্মী, ছাত্র, প্রশাসন, আমাদের কর্মীসহ সকলের হাতে গাছের চারা উপহার দেয়া হয়েছে।
আয়োজকরা জানান,জামায়াতের উদ্যোগে জেলায় ৫০ হাজার বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা করা হবে। তারই অংশ হিসেবে পৌর জামায়াত ৩০০ বিভিন্ন জাতের ফলদ ও বনজ চারা বিতরণ করেন।
এএইচ