বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক হলেন হাফেজ মাওলানা জুবায়ের খান।
শনিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মোহাম্মাদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়ার দপ্তরে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
হাফেজ মাওলানা জুবায়ের খানকে বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক করায় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানের মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব আল্লামা মামুনুল হক (দা. বা.), দলের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নেতা মাওলানা ফজলুর রহমান, মাওলানা জহির উদ্দিন, মাওলানা জাকির হোসেন প্রমুখ। মাওলানা জুবায়ের খানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের যুব মজলিসের জিম্মাদার মো. আব্দুল হাই ও মাওলানা আব্দুল্লাহ।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 























One thought on “চুয়াডাঙ্গা খেলাফত মজলিসের আহ্বায়ক হলেন হাফেজ মাওলানা জুবায়ের খান”