০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ শিক্ষক হলেন আহসান কবির বকুল

তৃতীয় বারের মতো আলমডাঙ্গা উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন আহসান কবির বকুল। তিনি আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ আলী জানান, পরপর তিনবার উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি। আমাদের স্কুলের গর্বিত শিক্ষক। আমরা তার জন্য গর্বিত। তার সাফল্যে মডেল স্কুলের সকল সহকারী শিক্ষকগণ অভিনন্দন জানিয়েছেন। আমরা আশা করছি চুয়াডাঙ্গা জেলা ও খুলনা বিভাগের সেরা হয়ে আমাদের আরও একটি আনন্দের সংবাদ এনে দিবেন আহসান কবির বকুল।

আহসান কবির বকুল বলেন, এই কৃতিত্ব শুধু একা আমার নয়, এই স্কুলে প্রধান শিক্ষকসহ আমার সকল সহকারী শিক্ষক মণ্ডলীর। সর্বোপরি ম্যানেজিং কমিটি ও আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী ও তাদের অভিভাবক মণ্ডলীর। তারা যদি আমাকে সঠিকভাবে সহায়তা না করত তাহলে আমি এই বিজয় ছিনিয়ে আনতে পারতাম না। আপনারা দোয়া করবেন যেন এবারও চুয়াডাঙ্গা জেলা ও খুলনা থেকে বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হওয়ার গৌরব অর্জন করতে পারি।

এর আগে ২০২২ ও ২০২৩ সালেও উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে কৃতিত্ব দেখিয়েছিলেন। এবারও নিজেকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গা গণপূর্ত অফিসের গাছ কেটে ভাগবাটোয়ারা : চার কর্মচারীকে শোকজ

আলমডাঙ্গায় তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ শিক্ষক হলেন আহসান কবির বকুল

প্রকাশের সময় : ০২:৫৬:১১ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

তৃতীয় বারের মতো আলমডাঙ্গা উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন আহসান কবির বকুল। তিনি আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ আলী জানান, পরপর তিনবার উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি। আমাদের স্কুলের গর্বিত শিক্ষক। আমরা তার জন্য গর্বিত। তার সাফল্যে মডেল স্কুলের সকল সহকারী শিক্ষকগণ অভিনন্দন জানিয়েছেন। আমরা আশা করছি চুয়াডাঙ্গা জেলা ও খুলনা বিভাগের সেরা হয়ে আমাদের আরও একটি আনন্দের সংবাদ এনে দিবেন আহসান কবির বকুল।

আহসান কবির বকুল বলেন, এই কৃতিত্ব শুধু একা আমার নয়, এই স্কুলে প্রধান শিক্ষকসহ আমার সকল সহকারী শিক্ষক মণ্ডলীর। সর্বোপরি ম্যানেজিং কমিটি ও আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী ও তাদের অভিভাবক মণ্ডলীর। তারা যদি আমাকে সঠিকভাবে সহায়তা না করত তাহলে আমি এই বিজয় ছিনিয়ে আনতে পারতাম না। আপনারা দোয়া করবেন যেন এবারও চুয়াডাঙ্গা জেলা ও খুলনা থেকে বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হওয়ার গৌরব অর্জন করতে পারি।

এর আগে ২০২২ ও ২০২৩ সালেও উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে কৃতিত্ব দেখিয়েছিলেন। এবারও নিজেকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়।