চুয়াডাঙ্গা শহরে বিভিন্ন হোমিও হলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় রেজিস্ট্রেশন সনদ নবায়ন না করা, মেয়াদোত্তীর্ণ হোমিও ওষুধ বিক্রি ও বিক্রয় মূল্যের বেশি দামে ওষুধ বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৮ আগস্ট) শহরের মোহাম্মদী শপিং কমপ্লেক্সে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন, ওষুধ প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান চালায় ।
অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস এম আশিস মোমতাজ।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, অভিযানে মেসার্স রহমানিয়া হোমিও হল থেকে বিপুল পরিমান মোয়াদোর্ত্তীণ ওষুধ জব্দ করা হয়। একই সাথে রহমানিয়া হোমিও হলের রেজিস্ট্রেশন সনদ ২০২২ সালের পর নবায়ন করা হয়নি এবং রোগীদের কাছ থেকে বিক্রয় মূল্যের অধিক দামে ওষুধ বিক্রি করার অভিযোগ প্রমানিত হয়। এই অভিযোগের পেক্ষিতে মেসার্স রহমানিয়া হোমিও হলের মালিক বজলুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে রহমানিয়া হোমিও হলকে মোয়াদোত্তীর্ণ ওষুধ সরিয়ে ফেলার জন্য ৩ দিন সময় দেয়া হয়।
অপর অভিযানে, একই মার্কেটে তালহা হোমিও মেডিসিনে অভিযান চালিয়ে মোয়াদোর্ত্তীণ ওষুধ জব্দ করা হয়। ওই অপরাধে তালহা হোমিও মেডিসিনের মালিক নাজমুল হককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ওষুধ প্রশাসন কর্মকর্তা শফিউল ইসলাম ও সিভিল সার্জনের প্রতিনিধি ডা. হারুন অর রশিদ, সেনাবাহিনী ও সদর থানা পুলিশের একটি টিম।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















