চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেক সেকেন্দার আলী। বুধবার (৬ মার্চ) রাতে শহরের পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!থানা পুলিশের কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, ‘পুলিশ ও সাংবাদিক একে অপরের সহযোগী। পুলিশ-সাংবাদিকের কাজের ধরণ একই। এ দুটি পক্ষের মধ্যে সমন্বয় না থাকলে সমাজ থেকে অপরাধ নির্মূল কোনভাবেই সম্ভব নয়। তেমনি অপতথ্য রোধ করাও সম্ভব নয়। একে অপরের সহযোগীতাপূর্ণ মনোভাবে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব।’

ওসি আরও বলেন, ‘চাকরি সূত্রে বিভিন্ন থানায় কাজ করার সুযোগ হয়েছে। কিন্তু চুয়াডাঙ্গার সাংবাদিক ভাইয়েরা অন্য যে কোন এলাকার থেকে ভিন্ন। তাদের শোভনীয় আচরণ আমার মন কেড়েছে। প্রায় সকল সাংবাদিকই সৎ ও নিষ্ঠাবান।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হোসেন আলী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, দৈনিক আকাশ খরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, রুবাইত বিন আজাদ সুস্থির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর থানার সেকেন্ড অফিসার এসআই ভবতোষ রায়।
এএইচ