চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছুটিপুরে পিতার উপর অভিমান করে বিষপান করেছে ১৫ বছর বয়সী এক কিশোর। অসুস্থ অবস্থায় কিশোরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১২টার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
এই কিশোর দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ছুটিপুর গ্রামের বাসিন্দা।
কিশোরের পিতা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বিভিন্নস্থানে ওয়াজ মাহফিলে ভ্রাম্যমান যে কোন পন্য বিক্রি করবে এ জন্য আমার ছেলে একটি ভ্যান কিনে দেয়ার জন্য বলে। যেহেতু বেশির ভাগ সময় ওয়াজ মাহফিল অনেক রাত পর্যন্ত হয়। রাতে বাইরে থাকা আমার পছন্দ নয়, এ জন্য একটি ইজিবাইক কিনে দেয়ার কথা বলি। এতেই আমার ছেলে অভিমান করে সকলের অগচরে বিষপান করে। পরে বিষপানের বিষয়টি টের পেলে ছেলেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ওই কিশোরের পাকস্থলি ওয়াশ করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এএইচ