চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট সড়কে জলযোগ মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চুয়াডাঙ্গা অধিদপ্তর। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে সহকারি পরিচালক সজল আহমেদ অভিযান পরিচালনা করে। এছাড়া ছাত্রদের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।

অভিযান সুত্রে জানা যায়, মেসার্স জলযোগ মিষ্টান্ন ভাণ্ডার প্রতিষ্ঠানে তদারকিতে আরও ভয়াবহ অনিয়ম দেখতে পাওয়া যায়। খুবই অস্বাস্থ্যকর নোংরা স্যাঁতসেতে পরিবেশে তৈরি হচ্ছে নানাবিধ খাদ্যপণ্য। মিষ্টি তৈরির উপকরণগুলোর মধ্যে পাওয়া যায় ইঁদুরের বিষ্ঠা। ফ্রিজে রাখা দইয়ের কাপে পাওয়া যায় সিগারেটের ছাই। কর্মচারীদের কোনো স্বাস্থ্যবিধি নেই। তৈরি করা দই ফ্রিজে রেখে বিক্রি করা হলেও মানা হচ্ছে না মোড়কীকরণ বিধি (মেয়াদ মুল্য না লেখা)।

এছাড়া বিভিন্ন লেখা কাগজ ও ছাপা কাগজের অস্বাস্থ্যকর ঠোংগায় বিক্রি করা হচ্ছে নানা রকম খাবার। পূর্বে সতর্ক করা স্বত্তেও এসব অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ৩৭ ও ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক সজল আহমেদ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মেসার্স জলযোগ মিষ্টান্ন ভাণ্ডারে তদারকির সময় ভয়াবহ কিছু অনিয়ম পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এএইচ
One thought on “চুয়াডাঙ্গার জলযোগে মিষ্টি তৈরির উপকরণে ইঁদুরের পায়খানা: জরিমানা ৩০ হাজার”