চুয়াডাঙ্গা সদরের হাতিকাটা ও আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামে সাপের কামড়ে দুজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানাধীন মাহবুব আলমের ছেলে জাহাঙ্গির আলম (২৬) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের জিন্নাত আলীর ছেলে সহি হাসান (৩৬)।
আহতদের সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে সহি হাসান পান বরজে কাজ করছিলেন। এসময় একটি সাপ তার হাতে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

অপরদিকে, বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামে শিক্ষার্থীদের সঙ্গে পরিস্কার পরিছন্নতা অভিযান করছিলেন শ্রমিক জাহাঙ্গির আলম। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগ সুত্রে জানা গেছে, তাদের শরীরে এখনো কোন আলামত পাওয়া যায়নি। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাদের দুজনকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি রেখে পর্যবেক্ষন করা হচ্ছে।
এএইচ