চুয়াডাঙ্গা শহরে বিভিন্নস্থানে পোস্টার অপসারন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ টিম। এছাড়া বৃক্ষরোপণসহ পথচারীদের স্যালাইন পানি পান করানো হয়েছে।
আজ শুক্রবার (৯ আগস্ট) সকালে শহরের বড় বাজারে এই কার্যক্রম করে সংযোগ টিমের সদস্যরা।
এসময় রাস্তার ডিভাইডারের মাঝে বিভিন্ন বৃক্ষরোপণ করে তারা। দেয়াল ও ল্যাম্পপোস্টে থাকা পোস্টার অপসারন করতে দেখা যায়। এছাড়া পথচারীদের স্যালাইন পানি পান করান তারা।
এই কার্যক্রমে সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহরিয়ার সিয়াম, সংযোগের স্বেচ্ছাসেবক জাহিদ নাভেদ, মুশফিকুর রহমান, ফাহিম উদ্দিন মভিন, মাহিন বিল্লাহ, নুসরাত জাহান রোজা
তনু মীর, জেসমিন আক্তার প্রীতি, নাহিদ জাভেদ, মাহাবুব ইসলাম আকাশ।
এএইচ