শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল তিন দিনে চুয়াডাঙ্গা সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে যানজট নিরসন ও শহরের সৌন্দর্যবর্ধনে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংযোগ ভলান্টিয়ার্স’ চুয়াডাঙ্গা টিম।
চুয়াডাঙ্গা শহরের বড়বাজার চৌরাস্তার মোড়ে ট্রাফিকের নিয়ন্ত্রণ, সৌন্দর্যবর্ধনে গাছ রোপন ও পরিচ্ছন্নতা কার্যক্রম স্বেচ্ছায় এ দায়িত্ব পালন করতে দেখা যায়।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে শহরের এমন চিত্র দেখা গেছে। প্রশংসনীয় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন মহল।
সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহরিয়ার সিয়াম বলেন, ‘দুর্নীতি, বৈষম্যমুক্ত, পরিচ্ছন্ন চুয়াডাঙ্গা’ গড়তে তথা বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে সংযোগ চুয়াডাঙ্গা টিমের সাধারণ শিক্ষার্থী-স্বেচ্ছাসেবকরা। উদ্ভূত পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে। ‘সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ’ বাংলাদেশের বিভিন্ন জেলাতে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

শিক্ষার্থী ফাহিম উদ্দিন মুভিন নামের এক সংযোগ টিমের সদস্য বলেন, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়ায় আমরা শহরের মূল কেন্দ্রে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছি এবং আইন মেনে চলাসহ বিভিন্ন সচেতনামূলক কাজ করছি। আমাদের একটু শ্রমে যদি শহর যানজটমুক্ত হয় ও যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসে, তাই আমরা এই শ্রম দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত সরকারি ট্রাফিক সিস্টেম চালু না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এ কাজ করে যাবো।

এসময় এই কার্যক্রমে সংযোগ স্বেচ্ছাসেবক মুশফিকুর রহমান, সাইফুল্লাহ আল সাদিক, আফনান মারুফ, বিভোর ফাহিম, সুমন সরদার, মাহিন বিল্লাহ, মাহবুবুর রহমান আকাশ, মাসুদ ইমন, শওকত আলী, মেজবাউর রহমান, নিতু ইসলাম, নুসরাত জাহান রোজা, সাদিয়া নূর, শাহরিয়ার স্বপ্নীল, নাহিদ জাভেদ, অমিত হাসান, হামিদ উদ্দিন, পারভেজ বিন্তু, জাহিদ নাভেদসহ সাধারণ শিক্ষার্থীরাও ছিলেন।
এএইচ