চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ টুম্পা (২৫) নামের এক নারী মাদকব্যবসায়ীকে আটক করেছে।
আজ রোববার (৩ মার্চ) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক টুম্পা চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার হাসিব উদ্দিন ওরফে রকির স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে রেলপাড়ার হাসিবের বাড়িতে অভিযান চালাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় বসতঘর তল্লাশি চালিয়ে ৮৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করা হয় টুম্পাকে।
এ ঘটনায় চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) সাহারা ইয়াসমিন বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এএইচ