চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকের চালক ও একজন যাত্রী গুরুতর আহত হয়েছে। এরমধ্যে ওই যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সদরের সরোজগঞ্জ বাজারে এ দূর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার তেঘরি গ্রামের তারা চান মণ্ডলের ছেলে ইজিবাইকচালক অটোচালক সেলিম হোসেন (৩৪) ও একই গ্রামের সাবান মন্ডলের ছেলে ইজিবাইক যাত্রী আলী আজগর (৬০)।
আহত ইজিবাই যাত্রীর পরিবার সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে একটি ইজিবাইক সরোজগঞ্জের দিকে যাচ্ছিলো। সরোজগঞ্জে বাজারে পৌছালে ইজিবাইক ও পিকাপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের থাকা যাত্রী ও চালক আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চালক ঘুমিয়ে পিকআপ চালাচ্ছিলেন বলেও তারা অভিযোগ করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবাইদা জাহান জয়া রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আহত একজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করা হয়েছে। এবং অপরজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।
এএইচ