চুয়াডাঙ্গার দর্শনায় ফার্নিচারের কাজ করার সময় বোল্ডার মেশিনে ঢুকে হাফিজুর রহমান (৩৮) নামের এক শ্রমিকের হাতের চারটি আঙ্গুল কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা হাফিজুরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে দর্শনা পৌরসভাধীন কামারপাড়া এলাকার কাঠ মিলে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন শ্রমিক হাফিজুর।
আহত হাফিজুর রহমান একই এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, কাঠের দরজা-জানালার জন্য বোল্ডার মেশিনে কাজ করছিলেন হাফিজুর রহমান। এসময় অসাবধানতাবশত মেশিনটির ভেতর তার বাম হাত ঢুকে গেলে সঙ্গে সঙ্গে চারটি আঙ্গুল কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় হাফিজুরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তোরি মৌ রেডিও চুয়াডাঙ্গা বলেন,
হাফিজুর রহমানের বাম হাতের চারটি আঙ্গুল কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সার্জারী চিকিৎসক পরবর্তী সিদ্ধান্ত নিবেন।
এএইচ