‘আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় গ্রাহক সচেতনতা সপ্তাহ উপলক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুলাই) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-পিএলসিতে এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
গ্রাহক সমাবেশে বিনিয়োগকারীদের দায়-দায়িত্ব এবং করণীয় বিষয়ে আলোচনা করা হয়। আর্থিক সংবেদশীল তথ্যের গোপনীয়তা বজায় রাখতে করণীয় বিষয়ে গ্রাহকদের সচেতন করা হয়।
গ্রাহকদের আর্থিক তথ্যাদি প্রকাশে সতর্কতা , এটিএম বুথে লেনদেনে সতর্কতা, ডেবিট ও ক্রেডিট কার্ডে লেনদেনে সতর্কতা, ইন্টারনেট ব্যাংকিং এবং অ্যাপসভিত্তিক লেনদেনের নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহিদুল ইসলাম (এফএভিপি), ম্যানেজার (অপারেশন) তারিকুল ইসলাম (এসপিও), সিনিয়র অফিসার এন্ড জিবি ইনচার্জ মোহাম্মদ জাহেদ, অফিসার এন্ড বিনিয়োগ ইনচার্জ তরিকুল ইসলাম, অ্যাসিস্টেন্ট ক্যাশ অফিসার ক্যাশ ইনচার্জ নুরুল আবছার, জাকির হুসাইন, হশাহজালাল, রোকসানা বেগম, শামীমা ইয়াসমিন ও হারুণ-অর-রশিদনহ বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা।
এএইচ