চুয়াডাঙ্গা দামূড়হুদা উপজেলার ঠাকুরপুরে অভিযান চালিয়ে আকরাম হোসেন (৩০) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এসময় তার নিকট থেকে ৮টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (১০ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক আকরাম হোসেন দামুড়হুদার উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের বাগানপাড়ার আব্দুস ছাত্তারের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরপুর এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালান হবে এমন একটি সংবাদ পাই বিজিবি। পরে বুধবার সকালে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনস্থ ঠাকুরপুর বিওপি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম সঙ্গীয় নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ৯০ হতে আনুমানিক ১.৫ কি.মি বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর বাগানপাড়া বটগাছ তলার নীচে ওঁৎ পেতে থাকেন। এসময় মোটরসাইকেলযোগে এক ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবির টহল দল তাকে চ্যালেঞ্জ করেন। পরে চালক পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করতে সক্ষম হয়। এক পর্যায়ে তার কোমরের সাথে লুঙ্গির ভিতর স্কচটেপ দ্বারা মোড়ানো চারটি প্যাকেটের ভিতর হতে ২.৩৩৫ কেজি ওজনের আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, স্বর্ণেরবারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। সেগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে। এবং বিজিবির পক্ষ থেকে আটক আকরাম হোসেনকে হস্তান্তরসহ দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এএইচ