১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় হুন্ডির ২৩ লাখ টাকাসহ ২ জন আটক

অবৈধভাবে হুন্ডির মাধ্যমে পাচারকালে চুয়াডাঙ্গায় নগত টাকাসহ দু’জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের কাশের আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬) ও দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামের মৃত. মস্তর আলীর ছেলে শওকত আলী (৫২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনস্থ দর্শনা বিওপি’র টহল কমান্ডার নায়েক জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল দর্শনা থানার শ্যামপুর গ্রামের তিন রাস্তার মোড়ে ওৎ পেতে থাকেন।

এ সময় একটি মোটরসাইকেলযোগে দুজন ব্যক্তি সীমান্ত এলাকা দিয়ে দর্শনার দিকে আসতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করেন। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টাকালে বিজিবি সশস্ত্র টহল দল তাদেরকে একটি কালো ব্যাগসহ আটক করে। পরবর্তীতে আটককৃত দুই আসামীসহ ব্যাগটি তল্লাশি করে বাংলাদেশী নগদ ২৩ লক্ষ ৪৮ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তি আরও বলা হয়, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল, নগত টাকা সহ আটক দুজনকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাজাসহ দুজন আটক

চুয়াডাঙ্গায় হুন্ডির ২৩ লাখ টাকাসহ ২ জন আটক

প্রকাশের সময় : ১০:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

অবৈধভাবে হুন্ডির মাধ্যমে পাচারকালে চুয়াডাঙ্গায় নগত টাকাসহ দু’জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের কাশের আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬) ও দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামের মৃত. মস্তর আলীর ছেলে শওকত আলী (৫২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনস্থ দর্শনা বিওপি’র টহল কমান্ডার নায়েক জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল দর্শনা থানার শ্যামপুর গ্রামের তিন রাস্তার মোড়ে ওৎ পেতে থাকেন।

এ সময় একটি মোটরসাইকেলযোগে দুজন ব্যক্তি সীমান্ত এলাকা দিয়ে দর্শনার দিকে আসতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করেন। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টাকালে বিজিবি সশস্ত্র টহল দল তাদেরকে একটি কালো ব্যাগসহ আটক করে। পরবর্তীতে আটককৃত দুই আসামীসহ ব্যাগটি তল্লাশি করে বাংলাদেশী নগদ ২৩ লক্ষ ৪৮ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তি আরও বলা হয়, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল, নগত টাকা সহ আটক দুজনকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।