‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানে চুয়াডাঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন হয়েছে। প্রথম পর্যায়ে এ মাসের মধ্যে তারা ৯ হাজার গাছের চারা রোপণ করবে।
এ উপলক্ষে বুধবার (৯ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর মুক্ত মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেককে গাছ লাগানোর আহ্বানের আলোকে বৃক্ষরোপনের উদ্দেশ্যে বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন শেষে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষের চারা পৌরবাসীর মধ্যে তুলে দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।

চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেক সামী তাপুর পরিচালনায় ও সভাপতি আব্দুল হালিম ভুলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কাউন্সিলর মাফিজুর রহমান মাফি প্রমুখ।
এএইচ