চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে শ্যালোইঞ্জিনচালিত দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উজ্জল হোসেন (২৮) নামের অপর আলমসাধু চালক নিহত হয়েছে। আহত হয়েছেন অপর আলমসাধু চালক ইব্রাহিম আলী (৪০)।
আজ বুধবার (০৩ জুলাই) সকালে চুয়াডাঙ্গা-দর্শনা আঞ্চলিক সড়কের জয়রামপুরের চৌধুরিপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। স্থানীয়দের ভাষ্য, দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল নামের এক চালক নিহত হয়েছেন। অপর চালক আহত হয়েছেন।
নিহত মাছ ব্যবসায়ী উজ্জল হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামের মোহাম্মদ আমির আলীর ছেলে। আহত ইব্রাহিম হোসেন একই উপজেলার ভালাইপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উজ্জ্বল হোসেন আলমসাধু নিয়ে চুয়াডাঙ্গা শহরের আসছিলেন। জয়রামপুরের চৌধুরিপাড়ায় পৌছালে একটি কাঠভর্তি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই আলমসাধুর চালক আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক উজ্জ্বল হোসেনকে মৃত ঘোষনা করেন। এবং ইব্রাহিম হোসেনকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, হাসপাতালে আসার আগেই উজ্জ্বল হোসেনের মৃত্যু হয়েছে। আহত ইব্রাহিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তির পরামর্শ দিয়েছি।
বেলা ২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও আহত ইব্রাহিম হোসেনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাওয়া যায়নি।
এএইচ
হাসপাতাল প্রতিবেদক 

























