চুয়াডাঙ্গা সদরের ছোটশলুয়া গ্রামে ইদুঁরের গর্ত থেকে ৩৬ টি গোখরা সাপের বাঁচ্চা উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি মা সাপ ও ৪২টি সাপের ডিম উদ্ধার করা হয়।
সোমবার (৩০ জুন) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের পশ্চিমপাড়ার মিলন হোসেনের বাড়ি থেকে গোখরার বাঁচ্চাগুলি উদ্ধার করা হয়। এই এলাকায় এখন সাপ আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সাপুড়ে ইসাহাক ওরফে ইসা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সোমবার রাতে মিলন হোসেনের বাড়িতে থাকা ইদুঁরের গর্ত খুড়ে একটি প্রাপ্তবয়স্ক গোখরা ও ৩৬ টি গোখরার বাঁচ্চা ও একটি প্রাপ্তবয়স্ক মা সাপ উদ্ধার করি। ওই গর্ত থেকে ৪২টি সাপের ডিমও উদ্ধার হয়। পরে স্থানীয়রা সাপের বাচ্চাগুলো পিটিয়ে মেরে ফেলে।
মিলন মিয়া জানান, ‘বিকেলে আমার মেয়ে একটি সাপের বাঁচ্চা দেখে। এসময় আমরা সাপটি মেরে ফেলি। পরবর্তীতে সাপুড়েকে খবর দিলে তিনি গর্ত খুড়ে গোখরার বাঁচ্চাগুলো উদ্ধার করে।
এএইচ