চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট।
শুক্রবার (২৮ জুন) সদর উপজেলার কাথুলী গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক মোস্তাফিজুর রহমান মিলন (৩৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালী গ্রামের মৃত আলম মিয়ার ছেলে ও সাকিব হোসেন (২৪) চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়ার মৃত সামাদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম, এস আই ভবতোষ, এসআই আবু আল ইমরান সঙ্গীয় ফোর্সসহ কাথুলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজের নিকটে অভিযান পরিচালনা করেন। এসময় তাদের নিকট ১০০ পিচ ইয়াবাসহ তাদের দুজনকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) ফেরদৌস ওয়াহিদ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আটক মোস্তাফিজুর রহমান মিলন ও সাকিব হোসেনকে আসামী করে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে চুয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এএইচ