চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামে ট্রেনের ধাক্কায় আল আমিন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দুধপাতিলা রেলগেটের অদূরে কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে এদূর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ডিহি কৃষ্ণপুর গ্রামের ঝন্টুর ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, আল আমিন বিশেষ চাহিদাসম্পন্ন (বুদ্ধি প্রতিবন্ধী) ব্যক্তি ছিলেন। দুধপাতিলা গ্রামে নানার বাড়ি বেড়াতে এসে রেললাইনের আশপাশে ঘোরাঘুরি করছিলেন তিনি। এসময় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় আল আমিন।
দর্শনা রেলওয়ে ফাড়ি পুলিশের (জিআরবি) ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, নিহতের মা জানিয়েছেন তার ছেলে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ছিলেন। বাইরে ঘোরাঘুরির সময় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























