চুয়াডাঙ্গার জীবননগরে একটি মাঠ থেকে আব্দুর রহিম (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৮ জুন) দুপুরে জীবননগর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পিছনে একটি মাঠ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের মৃত আব্দুর রহিম মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন (১৭ জুন) বিকেলে কুষ্টিয়া লালম শাহ এর মাজারের উদ্দেশে খায়রুল বাশার বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। মঙ্গলবার সকালে স্থানীয় ব্যক্তিরা জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পেছনের মাঠে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম- সেবা), সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঈদের দিন বিকালে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে আমাদেরকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এএইচ