চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ১৯ হাজার ১০০ ইউএস ডলারসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
আজ শনিবার (১৫ জুন) দর্শনা চেকপোস্টে ভারত থেকে বাংলাদেশে আসা ওই যাত্রীর নিকট থেকে ইউএস ডালারগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষনিকভাবে আটক ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, হুন্ডির ১৯ হাজার ১০০ ইউএস ডলারসহ একজনকে আটক করেছে বিজিবি। ডলারসহ আটক ব্যক্তিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এ বিষয়ে দর্শনা থানায় একটি জিডির প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























