০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

দর্শনায় ফিল্মি স্টাইলে চলন্ত ভ্যানচালককে কুপিয়ে জখম

আজ শুক্রবার (১৪ জুন) সকাল অনুমানিক ১০টার দিকে দর্শনার জয়নগর গ্রামে এঘটনা ঘটে। ঘটনার পর গুঞ্জন উঠে চালককে কুপিয়ে পাখিভ্যান ছিনতাইয়ের চেষ্টা করেছিল দুষ্কৃতকারীরা।

তবে পুলিশ বলছে, এটি ছিনতাইয়ের কোন ঘটনা নয়, পূর্ব বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটতে পারে। রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।

আহত আব্দুল আলিম দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের দুধপাতিলা গ্রামের সবুর আলী ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে দর্শনা পৌরসভাধীন জয়গনগর গ্রামের মধ্যে দিয়ে পাখিভ্যানযোগে যাচ্ছিলেন আব্দুল আলিম। এসময় একটি মোটরসাইকেলে তিনজন দুষ্কৃতকারী ফিল্মি স্টাইলে পিছন থেকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আব্দুল আলিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নিজস্ব স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় আব্দুল আলিমকে।

সদর হাসপাতাল সুত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১২টার দিকে আহত অবস্থায় আব্দুল আলিমকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার দুই হাত ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে আব্দুল আলিম বাড়ি চলে যায়।

এ বিষয়ে জানতে আব্দুল আলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মোটরসাইকেলে থাকা তিনজন দুষ্কৃতকারী চলন্ত ভ্যানচালকের হাতে ধারাল অস্ত্র দিয়ে কয়েকটি আঘাত করেছে বলে জেনেছি। এটি ছিনতাইয়ের কোন ঘটনা নয়। পূর্ব বিরোধের জেরেই এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি। আহতের পক্ষ থেকে কোন অভিযোগ না করলেও প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জনপ্রিয় গায়ক নোবেল গ্রেপ্তার

দর্শনায় ফিল্মি স্টাইলে চলন্ত ভ্যানচালককে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ০৬:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

আজ শুক্রবার (১৪ জুন) সকাল অনুমানিক ১০টার দিকে দর্শনার জয়নগর গ্রামে এঘটনা ঘটে। ঘটনার পর গুঞ্জন উঠে চালককে কুপিয়ে পাখিভ্যান ছিনতাইয়ের চেষ্টা করেছিল দুষ্কৃতকারীরা।

তবে পুলিশ বলছে, এটি ছিনতাইয়ের কোন ঘটনা নয়, পূর্ব বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটতে পারে। রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।

আহত আব্দুল আলিম দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের দুধপাতিলা গ্রামের সবুর আলী ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে দর্শনা পৌরসভাধীন জয়গনগর গ্রামের মধ্যে দিয়ে পাখিভ্যানযোগে যাচ্ছিলেন আব্দুল আলিম। এসময় একটি মোটরসাইকেলে তিনজন দুষ্কৃতকারী ফিল্মি স্টাইলে পিছন থেকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আব্দুল আলিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নিজস্ব স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় আব্দুল আলিমকে।

সদর হাসপাতাল সুত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১২টার দিকে আহত অবস্থায় আব্দুল আলিমকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার দুই হাত ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে আব্দুল আলিম বাড়ি চলে যায়।

এ বিষয়ে জানতে আব্দুল আলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মোটরসাইকেলে থাকা তিনজন দুষ্কৃতকারী চলন্ত ভ্যানচালকের হাতে ধারাল অস্ত্র দিয়ে কয়েকটি আঘাত করেছে বলে জেনেছি। এটি ছিনতাইয়ের কোন ঘটনা নয়। পূর্ব বিরোধের জেরেই এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি। আহতের পক্ষ থেকে কোন অভিযোগ না করলেও প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করছে।