ইউরোপেও শুরু হচ্ছে উৎসবের আমেজ। জার্মানি নগরী সেজেছে নতুন সাজে। পুরো শহর জুড়ে ফুটবল তারকাদের বড় বড় পোস্টার, বিলবোর্ড। উয়েফার সবচেয়ে বড় টুর্নামেন্ট ইউরো চ্যাম্পিয়নশিপের ১৭তম আসরের পর্দা উঠছে আজ।
প্রথম ম্যাচে মাঠে নামছে স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ড। আলিয়াঞ্জ অ্যারিনায় দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এই আসর দিয়েই ৪ বছরের গ্যাপে ফিরছে ইউরো।
এর আগে করোনায় এক আসর থেকে আরেক আসরের মধ্যে ৪ বছরের গ্যাপ রাখা সম্ভব হয়নি। পশ্চিম আর পূর্ব জার্মানি এক হয়ে যাওয়ার পর প্রথমবারের মতো ইউরো আয়োজন করছে তারা। এর আগে সর্বশেষ জার্মানিতে ইউরো আয়োজিত হয়েছিলো ১৯৮৮ সালে এবং তার পরের বছরই বার্লিন ওয়াল ভেঙে একক দেশ হিসেবে আত্মপ্রকাশ হয় জার্মানির।
বাংলাদেশ সময় রাত ১টায় স্বাগতিক জার্মানি এবং ক্রোয়েশিয়া মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা ওঠবে ইউরোর। ২৪টি দলের গ্রুপ এবং নকআউট পর্ব মিলিয়ে মোট ম্যাচ ৫১টি। জার্মানির ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রথমবারের প্রথম ২৪ দলের টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
এবারের ইউরোতে যোগ হয়েছে কিছু নতুন নিয়মও। যেমন ডি-বক্সের ভেতর আগে ডিফেন্ডাররা ফাউল করলে একই সঙ্গে পেনাল্টি এবং তাকে লাল কার্ড দেখাতে পারতেন রেফারি। এখন লাল কার্ড নয়, দেখানো হবে হলুদ কার্ড। ম্যাচ শুরুর আগে মাঠ পরিদর্শনের সময়ও লাল কার্ড দেখতে পারেন খেলোয়াড়রা। সঠিকভাবে গোল নির্ণয়ের জন্য রয়েছে অত্যাধুনিক গোললাইন টেকনোলজি।
তবে, এবারের আলোচনা ইউরো নিয়ে। চার বারের বিশ্বকাপজয়ী দেশ জার্মানিতে আয়োজিত হবে এই মহাযজ্ঞ। শুক্রবার (১৪ জুন) দিবাগত রাত ১টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ড। আসরটিতে মোট অংশগ্রহণ করবে ২৪টি দল। মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। প্রতি গ্রুপে রয়েছে ৪টি করে দেশ।
গ্রুপ-এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড
গ্রুপ-বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি ও আলবেনিয়া
গ্রুপ-সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া ও ইংল্যান্ড
গ্রুপ-ডি: পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ফ্রান্স
গ্রুপ-ই: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া ও ইউক্রেন
গ্রুপ-এফ: তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল ও চেক প্রজাতন্ত্র
প্রতিযোগিতার নিয়মানুযায়ী প্রতি গ্রুপ থেকে প্রথম দুটি দল যাবে রাউন্ড অব সিক্সটিনে। সেক্ষেত্রে আরও চারটি স্লট ফাঁকা থাকে। গ্রুপগুলোতে থার্ড পজিশনে যেসব দল থাকবে তাদের মধ্যে থেকে ৪টি দল আসতে পারবে শেষ ষোলোয়। পয়েন্ট ও গোল পার্থক্যের বিচারে তারা উঠে যাবে সিক্সটিনে। সেখান থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল শেষে পাওয়া যাবে এ বছরের ইউরো চ্যাম্পিয়ন।
এএইচ