চুয়াডাঙ্গায় সাপের কামড়ে সিয়াম হোসেন (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
সিয়াম হোসেন নুরনগর এলাকার আতিয়ার রহমানের ছেলে এবং সে নবম শ্রেণির ছাত্র ছিল।
চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ড সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে জরুরি বিভাগের চিকিৎসাক সিয়ামকে ভর্তি করে মেডিসিন ওয়ার্ডে পাঠায়।
সিয়ামের শরীরে অ্যান্টিভেনম (বিষ প্রতিষেধক বিষক্রিয়ার জন্য একটি নির্দিষ্ট চিকিৎসা।) পুশ করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
এএইচ