চুয়াডাঙ্গায় সারাবাংলা ৮৮-এর উদ্যোগে আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে কলেজ মিলনায়তনে ১৩ তম চুয়াডাঙ্গা জেলা রোভার স্কাউটসের সম্মেলনে উপস্থিত শিক্ষার্থীদের জন্য সারা বাংলা ৮৮ (এসএসসি ১৯৮৮ ব্যাচ) চুয়াডাঙ্গা জেলা প্যানেলের পক্ষ থেকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!শিক্ষা উপকরণের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্ট রাখার জন্য ব্যাগ, কলম, পেন্সিল, খাতা, ইরেজার, সার্পনার ও স্কেল দেয়া হয়।
সারাবাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা কো-অর্ডিনেটর বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদিরের সভাপতিত্বে এবং প্যানেলের যুগ্ম কো-অর্ডিনেটর খন্দকার হাবিবুল করিম চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউটসের সাধারণ সম্পাদক জাহিদুল হাসান ও আলমডাঙ্গা রোভার স্কাউটস প্রশিক্ষক এমদাদ হোসেন, হেলেনা নাসরিন ও আব্দুল মুকতি জোয়ার্দ্দার।
জেলা কো-অর্ডিনেটর বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদিরের উল কাদির বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। ভালো ও মানবিক হিসেবে গড়ে তোলার জন্য নিজ এলাকা এবং দেশকে এগিয়ে নেয়ার জন্য সুশিক্ষিত হতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্যানেলের যুগ্ম কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম জিন্নাহ, জ্যেষ্ঠ সাংবাদিক রিফাত রহমান, শারমিন দিলারা লুনা, মহসিন আলী, আজিম উদ্দিন, শাহীন পারভেজ, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুল মজিদ, লিটন মন্ডল, বিল্লাল হোসেন বিপ্লব, আব্দুর রকিব, রেজাউল ও রাশেদ। অনুষ্ঠানে ৮০ জন শিক্ষার্থী ও প্রশিক্ষক মণ্ডলীসহ প্রায় শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এএইচ