০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মায়ের সামনে প্রা ণ গেল চার বছরের রায়হানের

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামে ঘটে গেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। মায়ের সামনেই সড়কের ওপর প্রাণ হারিয়েছে চার বছরের শিশু রায়হান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা প্রায় ১১টার দিকে চুয়াডাঙ্গা–আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের রোয়াকুলি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সৌদি প্রবাসী শামীম হোসেনের স্ত্রী রূপান্তি খাতুন সকালে তাঁদের শিশু পুত্র রায়হানকে নিয়ে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ রায়হান মায়ের হাত ছিটকে দৌড়ে রাস্তার উপর চলে আসে। ঠিক সেই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গাগামী একটি ইজিবাইক এসে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়।

স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে আলমডাঙ্গা শহরের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। রায়হানের মা রূপান্তি খাতুনের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। পিতা শামীম হোসেন সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। রায়হানের একটি সাত বছরের বোন রয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজগার আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মায়ের হাত থেকে দৌড়ে রাস্তায় চলে যায়। এ সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয় ক্লিনিকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে স্বর্ণসহ চোরাকারবারি আটক

আলমডাঙ্গায় মায়ের সামনে প্রা ণ গেল চার বছরের রায়হানের

প্রকাশের সময় : ০৮:২৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামে ঘটে গেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। মায়ের সামনেই সড়কের ওপর প্রাণ হারিয়েছে চার বছরের শিশু রায়হান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা প্রায় ১১টার দিকে চুয়াডাঙ্গা–আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের রোয়াকুলি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সৌদি প্রবাসী শামীম হোসেনের স্ত্রী রূপান্তি খাতুন সকালে তাঁদের শিশু পুত্র রায়হানকে নিয়ে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ রায়হান মায়ের হাত ছিটকে দৌড়ে রাস্তার উপর চলে আসে। ঠিক সেই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গাগামী একটি ইজিবাইক এসে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়।

স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে আলমডাঙ্গা শহরের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। রায়হানের মা রূপান্তি খাতুনের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। পিতা শামীম হোসেন সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। রায়হানের একটি সাত বছরের বোন রয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজগার আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মায়ের হাত থেকে দৌড়ে রাস্তায় চলে যায়। এ সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয় ক্লিনিকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।