০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় সেবা ফার্মেসি ও আমেনা ফার্মেসিকে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৭ অক্টোবর) পরিচালিত এ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশের একটি টিম।

অভিযান সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন ওষুধ বিক্রির দায়ে মেসার্স সেবা ফার্মেসিকে ২ হাজার ৫০০ টাকা এবং মেসার্স আমেনা মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি সংশ্লিষ্ট ফার্মেসিগুলোকে ত্রুটি সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান চলাকালে ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যসামগ্রীর দোকান তদারকি করা হয়। ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, মানসম্মত ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, “জনগণের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে। কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ ওষুধ বা মানহীন পণ্য বিক্রি বরদাশত করা হবে না।”

জনস্বার্থে চুয়াডাঙ্গা জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে স্বর্ণসহ চোরাকারবারি আটক

আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় সেবা ফার্মেসি ও আমেনা ফার্মেসিকে জরিমানা

প্রকাশের সময় : ০৮:১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৭ অক্টোবর) পরিচালিত এ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশের একটি টিম।

অভিযান সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন ওষুধ বিক্রির দায়ে মেসার্স সেবা ফার্মেসিকে ২ হাজার ৫০০ টাকা এবং মেসার্স আমেনা মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি সংশ্লিষ্ট ফার্মেসিগুলোকে ত্রুটি সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান চলাকালে ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যসামগ্রীর দোকান তদারকি করা হয়। ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, মানসম্মত ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, “জনগণের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে। কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ ওষুধ বা মানহীন পণ্য বিক্রি বরদাশত করা হবে না।”

জনস্বার্থে চুয়াডাঙ্গা জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।