চুয়াডাঙ্গা শহরের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশিদ (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেস।
আজ রবিবার (১২ মে) সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা শহরের মহিলা কলেজ এলাকার এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি মাদ্রাসা পাড়ার মৃত মোয়াজ্জেম হকের ছেলে এবং নতুন বাজারের একটি ওয়েল্ডিং এর দোকানে কাজ করতেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে নিজ কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয় আব্দুর রশিদ। পথিমধ্যে মহিলা কলেজ এলাকায় পৌঁছালে একটি মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হয় আব্দুর রশিদ। পরে
স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়দা জামান জয়া রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, পপরিক্ষা-নিরিক্ষার পর মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এএইচ