চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি ) অভিযান চালিয়ে দুজন মাদককারবারিকে আটক করেছে। এসময় তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে ১০ কেজি গাঁজা। জব্দ করা হয়েছে তাদের বহনকারি একটি প্রাইভেটকার।
আজ শনিবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন করিমপুর গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে বাবু শেখ (২৮) ও একই গ্রামের চান মিয়া ব্যাপারীর ছেলে হাসান ব্যাপারী (২৫)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (৩ মে) রাত সোয়া ১১টার দিকে দর্শনা থানাধীন রামনগর মাঠপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। এসময় একটি প্রাইভেটকারসহ দুজনকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১০ কেজি গাঁজা। যার অনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























