চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে। আজ বুধবার (১ মে) বিকেলে দামুড়হুদা উপজেলার কোমরপুরে গ্রামের মর্ডান বোস ব্রিক্স এর সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের কল্লাপাড়ার মৃত মন্টু কল্লার ছেলে মামুন আলী (৩৪) ও একই উপজেলার পিরপুর কুল্লা গ্রামের মহাখলাপাড়ার আছমত আলীর ছেলে সিরাজুল ইসলাম (১৯)।
আজ বুধবার রাতে সাড়ে ১০ টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় কোমরপুরে গ্রামের মর্ডান বোস ব্রিক্স এর সামনে থেকে দুজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের নিকট থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে দামুড়হুদায় মডেল থানায় আটক দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এএইচ