আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (চুয়াডাঙ্গা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-আইন সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান দলীয় প্রতীক “ট্র্যাক” এর মনোনয়ন ফর্ম গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহন করেন।
মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে তিনি চুয়াডাঙ্গা-১ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং এলাকার জনগণ আমাকে সুযোগ দেন, তবে আমি মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং আধুনিক চুয়াডাঙ্গা গঠনে কাজ করব।”
তিনি আরও জানান, গণঅধিকার পরিষদ শুরু থেকেই জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অঙ্গীকারবদ্ধ।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















