০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা-২ আসন

দর্শনায় রিকশা প্রতীকে প্রচারণায় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জুবায়ের খাঁন

চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে দাওয়াতি মজলিস ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। দলটির কেন্দ্রীয় আমীর আলোচিত ইসলামী স্কলার আল্লামা মামুনুল হকের নেতৃত্বে পরিচালিত এ রাজনৈতিক সংগঠনের চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদীয় আসনে প্রার্থী মাওলানা জুবায়ের খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় দর্শনার আকন্দবাড়িয়া ঈদগাহ দারুল উলুম হাফেজিয়া মাদরাসায় এ আয়োজন হয়। স্থানীয় আলেম-ওলামা ছাড়াও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলটির চুয়াডাঙ্গা জেলার সহ. প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা জুবায়ের খান বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের দল। আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণের জন্য। যারা সংসদে যাবেন, তাদের দ্বীনি জ্ঞান, নৈতিকতা ও জনগণের আস্থা থাকা জরুরি। রিকশা প্রতীক সাধারণ মানুষের প্রতীক। গরিব-অসহায় মানুষের অধিকার আদায়ে আমি সংসদে যেতে চাই।

তিনি আরও বলেন, আমরা চাই একটি ন্যায়ের সমাজ, যেখানে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস থাকবে না। ইসলামী মূল্যবোধের আলোকে দেশ পরিচালিত হলে জনগণ প্রকৃত শান্তি পাবে। ইনশাআল্লাহ, জনগণের দোয়া ও সমর্থন নিয়ে আমরা সে দায়িত্ব পালন করব।

স্থানীয় কয়েকজন ভোটার বলেন, আমরা পরিবর্তন চাই। মামুনুল হক হুজুরকে আমরা চিনি। তাঁর নেতৃত্বে এই দল মাঠে নামলে আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস দর্শনা থানা সভাপতি মাওলানা মুস্তাফিজ, প্রচার সম্পাদক মাওলানা মুসা নূর, মাওলানা আশরাফুল আলম, মাওলানা হুজাইফা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক আল্লামা মামুনুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস দেশব্যাপী সক্রিয় হয়ে উঠেছে। চুয়াডাঙ্গা জেলায়ও ইতিমধ্যে দলটির নির্বাচনী প্রচারণা দেখা যাচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ঢাকায় ডুসাকের শিক্ষাবৃত্তি ও নবীনবরণ অনুষ্ঠান: চুয়াডাঙ্গার ৭০ শিক্ষার্থী পেলেন মেধাবৃত্তি

চুয়াডাঙ্গা-২ আসন

দর্শনায় রিকশা প্রতীকে প্রচারণায় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জুবায়ের খাঁন

প্রকাশের সময় : ১০:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে দাওয়াতি মজলিস ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। দলটির কেন্দ্রীয় আমীর আলোচিত ইসলামী স্কলার আল্লামা মামুনুল হকের নেতৃত্বে পরিচালিত এ রাজনৈতিক সংগঠনের চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদীয় আসনে প্রার্থী মাওলানা জুবায়ের খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় দর্শনার আকন্দবাড়িয়া ঈদগাহ দারুল উলুম হাফেজিয়া মাদরাসায় এ আয়োজন হয়। স্থানীয় আলেম-ওলামা ছাড়াও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলটির চুয়াডাঙ্গা জেলার সহ. প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা জুবায়ের খান বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের দল। আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণের জন্য। যারা সংসদে যাবেন, তাদের দ্বীনি জ্ঞান, নৈতিকতা ও জনগণের আস্থা থাকা জরুরি। রিকশা প্রতীক সাধারণ মানুষের প্রতীক। গরিব-অসহায় মানুষের অধিকার আদায়ে আমি সংসদে যেতে চাই।

তিনি আরও বলেন, আমরা চাই একটি ন্যায়ের সমাজ, যেখানে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস থাকবে না। ইসলামী মূল্যবোধের আলোকে দেশ পরিচালিত হলে জনগণ প্রকৃত শান্তি পাবে। ইনশাআল্লাহ, জনগণের দোয়া ও সমর্থন নিয়ে আমরা সে দায়িত্ব পালন করব।

স্থানীয় কয়েকজন ভোটার বলেন, আমরা পরিবর্তন চাই। মামুনুল হক হুজুরকে আমরা চিনি। তাঁর নেতৃত্বে এই দল মাঠে নামলে আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস দর্শনা থানা সভাপতি মাওলানা মুস্তাফিজ, প্রচার সম্পাদক মাওলানা মুসা নূর, মাওলানা আশরাফুল আলম, মাওলানা হুজাইফা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক আল্লামা মামুনুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস দেশব্যাপী সক্রিয় হয়ে উঠেছে। চুয়াডাঙ্গা জেলায়ও ইতিমধ্যে দলটির নির্বাচনী প্রচারণা দেখা যাচ্ছে।