০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের’ উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

আলমডাঙ্গায় স্বেচ্ছসেবী সংগঠন ‘এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের’ উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবি সংগঠন বাঁধনের চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা উপজেলা শাখার কর্মীরা।

আয়োজকরা জানান, এসএমজে ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রেখে সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটাতে চায়। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান স্বাধীন বলেন, ‘আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগই পারে সমাজে বড় পরিবর্তন আনতে। রক্তের গ্রুপ জানা প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ। এই বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।’

হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা বলেন, ‘আমার আগে কখনো রক্তের গ্রুপ জানা ছিল না। আজকের ক্যাম্পেইন শুধু উপকারই করেনি, স্বাস্থ্য সচেতনও করেছে।’

বাঁধনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মিকাইল হোসেন বলেন, ‘মানবিক কাজে আমরা সবসময় পাশে থাকতে চাই। রক্তের গ্রুপ নির্ণয় শুধু একটি টেস্ট নয়, এটি জরুরি মুহূর্তে জীবন রক্ষার মাধ্যম।’

বাংলাদেশ মানবাধিকার কমিশন, আলমডাঙ্গা শাখার এক প্রতিনিধি বলেন, ‘এমন তরুণদের উদ্যোগ দেখে আমরা আশাবাদী। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই এই আয়োজন। এটি অত্যন্ত প্রশংসনীয়।’

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউল হুদা, হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকি, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গার সভাপতি আল আমিন হোসেন, বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের সভাপতি মো. রাসেল, সমাজসেবক জাহিদ হাসান, ফাউন্ডেশনের সহ-সভাপতি শাওন হোসেন, কেএম মোর্তুজা আহমেদসহ শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে : আবহাওয়া অধিদপ্তর  

আলমডাঙ্গায় এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের’ উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

প্রকাশের সময় : ০১:১৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

আলমডাঙ্গায় স্বেচ্ছসেবী সংগঠন ‘এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের’ উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবি সংগঠন বাঁধনের চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা উপজেলা শাখার কর্মীরা।

আয়োজকরা জানান, এসএমজে ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রেখে সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটাতে চায়। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান স্বাধীন বলেন, ‘আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগই পারে সমাজে বড় পরিবর্তন আনতে। রক্তের গ্রুপ জানা প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ। এই বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।’

হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা বলেন, ‘আমার আগে কখনো রক্তের গ্রুপ জানা ছিল না। আজকের ক্যাম্পেইন শুধু উপকারই করেনি, স্বাস্থ্য সচেতনও করেছে।’

বাঁধনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মিকাইল হোসেন বলেন, ‘মানবিক কাজে আমরা সবসময় পাশে থাকতে চাই। রক্তের গ্রুপ নির্ণয় শুধু একটি টেস্ট নয়, এটি জরুরি মুহূর্তে জীবন রক্ষার মাধ্যম।’

বাংলাদেশ মানবাধিকার কমিশন, আলমডাঙ্গা শাখার এক প্রতিনিধি বলেন, ‘এমন তরুণদের উদ্যোগ দেখে আমরা আশাবাদী। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই এই আয়োজন। এটি অত্যন্ত প্রশংসনীয়।’

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউল হুদা, হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকি, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গার সভাপতি আল আমিন হোসেন, বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের সভাপতি মো. রাসেল, সমাজসেবক জাহিদ হাসান, ফাউন্ডেশনের সহ-সভাপতি শাওন হোসেন, কেএম মোর্তুজা আহমেদসহ শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী।