চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ায় অপ্রাপ্তবয়স্ক কনেকে দেখতে এসে ভ্রাম্যমান আদালতে জরিমানা গুনলেন কনে-বরের পরিবার। রোববার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজজাদ হোসেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, রোববার রাতে স্কুলছাত্রীকে (১৭) বিয়ের জন্য ছেলেপক্ষ দেখতে আসে। ছেলে মেয়ে দুজনের বাড়ি একই এলাকায়। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত হাজির হন মেয়ের বাড়িতে। যাছাই-বাছাই করে ছেলে-মেয়ে দুজনই অপ্রাপ্তবয়স্ক বলে বলে নিশ্চিত হয় ভ্রাম্যমান আদালত। পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারায় ভ্রাম্যমান আদালতের বিচারক কনের পিতাকে ২ হাজার ও ছেলের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক মো: সাজজাদ হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বাল্যবিবাহ হচ্ছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে জানতে পারি কনে দেখাদেখির প্রস্তুতি চলছি। যেহেতু ছেলে-মেয়ে দুজনই অপ্রাপ্তবয়স্ক। তাই ছেলে-মেয়ে উভয়ের পিতাকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি উভয় পরিবারকে বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে অবগতপূর্বক মুচলেকা নেওয়া হয়েছে।
এএইচ