চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে বৃদ্ধ আব্দুর রাজ্জাকের ১০ কাঠা পানের বরজ পুড়ে ছাই হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে এঘটনা ঘটে। এতে বৃদ্ধ আব্দুর রাজ্জাকের প্রায় অনুমানিক দেড় লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
আব্দুর রাজ্জাক বিশ্বাস (৬৩) বেলগাছি গ্রামের দক্ষিনপাড়ার মৃত. আমিনুল ইসলামের ছেলে।
আব্দুর রাজ্জাক রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, গতকাল সকালে কে বা কারা আমার পান বরজে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, এই পান বরজের উপরে আমার সংসার চলে। এখন আমি কি করব? সরকারিভাবে সহযোগীতা পেলে ঘুরে দাঁড়াতে পারব বলে জানান তিনি।
চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমি বিষয়টি জেনেছি। এতে বৃদ্ধ আব্দুর রাজ্জাকের প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে।
এএইচ