চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের বিএনপি নেতা আনার আলীর ৬ বিঘা জমি লাগানোর উপযুক্ত পেঁপে চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (০৯ এপ্রিল) গ্রামের হালদার বাগান নামক মাঠে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আনার আলী দামুড়হুদার উপজেলার নাটুদা ইউনিয়নের চারুলিয়া গ্রামের বাজারপাড়ার রকিব উদ্দীনের ছেলে এবং স্থানীয় বিএনপি নেতা।
আনার আলী গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পেঁপে বাগান থেকে বাড়িতে এসেছি। সকালে গিয়ে দেখি কে বা কারা সব পেঁপে গাছের চারা কেটে দিয়েছে। চোখের সামনে এই অবস্থা দেখে থাকবো কি করে। আমার সব শেষ হয়ে গেছে। অনেক টাকা ক্ষতি হয়ে গেলো বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।
স্থানীয় চাষিরা জানায়, জমিটি পেঁপে চাষের জন্য অনেক পরিকল্পনা ও খরচ করে প্রস্তুত করেছিলেন। তবে কারা এই কাজ করেছে, তা সরাসরি বলতে না পারলেও তিনি ধারণা করছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হয়তো ক্ষতি হতে পারে।
এএইচ