চুয়াডাঙ্গা সদরের খেজুরতলায় ফ্রী ফায়ার খেলাকে কেন্দ্র করে দুই যুবককে ছুরিকাঘাতে আহতের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার পর সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, একই ইউনিয়নের জামালপুর গ্রামের শাহিন উদ্দিনের ছেলে রাসিম (১৮), রাহেন উদ্দিনের ছেলে হাসনাইন।
স্থানীয় সুত্রে জানা যায়, জামালপুর গ্রামের শোভন, রাসিম, হাসনাইন ও আলমডাঙ্গা সিরামপুর গ্রামের সাঈমসহ কয়েকজন যুবক স্কুল মাঠে বসে ফ্রি ফায়ার খেলছিল মোবাইলে।
এ সময় কোন কারণে রাসিম, হাসনাইন ও শোভনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এতে শোভন উত্তেজিত হয়ে রাসিম ও হাসনাইনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী রাসিম গণমাধ্যমকে বলেন, ‘আমরা খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মোবাইল ফোনে ফ্রী-ফায়ার খেলছিলাম। এক পর্যায়ে শোভন আমার খালাতো ভাই সাঈমকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি ও হাসনাইন প্রতিবাদ করতে গেলে শোভন আমাদের ওপরে চড়াও হয়। শোভন গাঁজা কাটা ছুরি দিয়ে হাসনাইন ও আমাকে আঘাত করে পালিয়ে যায়। শোভন মাদকাসক্ত। তার কাছে গাঁজা কাটার ছুরি ছিল।’
এ বিষয়ে সাঈম বলেন, ‘আনুমানিক ১৫ দিন পূর্বে আমরা একই গ্রুপে ফ্রী-ফায়ার খেলছিলাম। এরই মধ্য দুজনের কিছুটা বাগবিতণ্ডা হয়। আর তারই সূত্রে শোভন আমাকে মারতে এলে আমার খালাতো ভাইসহ আরেকজন প্রতিবাদ করলে তাদের ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’
এ বিষয়ে তিতুদহ পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অভিযুক্তকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এএইচ