চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) দিনব্যাপি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে সম্মেলনটি সফল করতে সংগঠনটি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। চার লাখ মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতিও নিয়েছেন আয়োজকরা।
সম্মেলনে যোগ দিবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাতেই তিনি চুয়াডাঙ্গায় এসে পৌঁছাবেন।
অপ্রত্যাশিত ঘটনা এড়াতে কঠোর নজরদারিতে সজাগ থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সম্মেলন সফল করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন জামায়াতের এক হাজার কর্মী।
জানা গেছে, চুয়াডাঙ্গার পৌর শহরে টাউন ফুটবল মাঠে জেলা জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতিতে বিশাল কর্মী সম্মেলন আয়োজন করা হয়েছে।
এই সম্মেলন ঘিরে গোটা টাউন ফুটবল মাঠ ছেয়ে গেছে নেতাকর্মীদের ব্যানার আর ফেস্টুনে।
এছাড়া শহরের বিভিন্ন স্থানে তোরণ আর বিলবোর্ডগুলোতে শোভা পাচ্ছে জেলা ও কেন্দ্রীয় নেতাদের।
এছাড়া, সম্মেলনের দিনে সড়কে সব ধরনের যান চলাচল স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের সাথে আলোচনা করেছেন আয়োজকরা। জনদুর্ভোগ যাতে না হয় সে বিষয়টিও গুরুত্ব দিচ্ছেন তারা। তৈরি করা হয়েছে রোডম্যাপ।
সংগঠনটির পক্ষ থেকে জানা যায়, আগামীকাল শুক্রবার দুপুর ২ টার দিকে আনুষ্ঠানিকভাবে কর্মী সম্মেলন শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা জেলা জামায়াত আমীর অ্যাড. রুহুল আমিন।
উপস্থাপনা থাকবেন জেলা জামায়াত সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান।
এই সম্মেলনের আগে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে নারী জামায়াত নেত্রী কর্মী সভা অনুষ্ঠিত হবে।
সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপস্থিত থাকবেন। এরপর স্থানীয় ইসলামী শিল্পীদের আয়োজনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল প্রধান মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
আরও উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমীর আজিজুল রহমান, জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল ও আব্দুল কাদের, জেলা জামায়াতের সকল কর্মপরিষদের সদস্যরা, জেলার ৫ টি থানার অধিনে সাংগঠনিক ৮ জন জামায়াতের থানা আমীর, স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন।
চুয়াডাঙ্গা জেলা জামায়াত আমীর অ্যাড. রুহুল আমিন বলেন, মানুষের মৌলিক চাহিদা কিভাবে পূরণ করা যায় সেটা জাতির সামনে কিভাবে পেশ করা যায় তারই এক মাইলফলক হয়ে থাকবে জেলা জামায়াতের সম্মেলন। দুর্নীতিগ্রস্থ প্রশাসনকে বাদ দিয়ে কিভাবে সৎযোগ্য প্রশাসন সাজানো যায় তারই একটি রূপরেখা সম্মেলনে পেশ করতে চাই।
তিনি আরও বলেন, জাতির এই দুর্ভোগ বেকারত্ব কমিয়ে কি ভাবে কর্মসংস্থান করানো যায় তার একটি বার্তাও থাকবে এই সম্মেলনে। মানবতার কল্যাণে এই জামায়াত কাজ করবে করে আসছে। মানুষের ভোটাধিকার ও স্বাধীনতা, ভাতের অধিকার, সার্বভৌমত্ব অধিকার ফেরানোর জন্য এই সম্মেলনটি ঘিরে যে প্রত্যাশা কাজ করছে তা সফল করবে জেলা জামায়াত।
অপরদিকে,
চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা পৌর জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সভাপতি রুহুল আমিন বলেন, ‘আগামী শুক্রবার চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে বেলা দুইটায় জামায়াত আয়োজিত এক ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এটি হবে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার কর্মী সম্মেলন, গণতন্ত্রকামী মানুষের অধিকার প্রতিষ্ঠার কর্মী সম্মেলন এবং আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার কর্মী সম্মেলন।’ তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী এ সম্মেলনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিচ্ছবি উপস্থাপিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান।’
সভায় জানানো হয়, অনুষ্ঠিতব্য এই কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-কুষ্টিয়া জোনের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং জোনের টিম সদস্য আলী মুহসিন ও আব্দুল মতিন। এছাড়া অনুষ্ঠানে যশোর জেলা আমির গোলাম রসুল, মেহেরপুর জেলা আমির তাজউদ্দিন খান, কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাসেম, ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম আবু বকর সিদ্দিকসহ জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এএইচ