০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

থার্টি ফার্স্টে আতশবাজি ফোটালে ১ মাসের জেল

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটালে এক মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি ।

তিনি বলেন, ‘থার্টি ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। দিনেরাতে অভিযান চালানো হবে। আতশবাজি ও পটকা ফাঁটাতে দেওয়া হবে না। আতশবাজি ফোটালে এক মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।’
 
শব্দ দূষণের হাত থেকে যেকোনো উপায়ে দেশবাসীকে রক্ষা করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘থার্টি ফার্স্ট ও ইংরেজি নববর্ষ ঘিরে শব্দ হয় এমন কর্মসূচি কোনোভাবেই করতে দেওয়া হবে না।‌ শব্দ দূষণে হৃদরোগসহ অনেক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, মানুষও মারা যায়। আতশবাজি ও পটকা অবৈধভাবে আমদানি হয়।’
 
এ ছাড়া এই বিষয়ে ব্রিফিংয়ে উপস্থতি ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঢাকাবাসীকে অনুরোধ করবো আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকুন। যত্রতত্র হর্ন বাজানো থেকে বিরত থাকুন।
 
তিনি জানান, গত এক সপ্তাহে ১৭২ কেজি পটকা ও আতশবাজি  জব্দসহ গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।‌ এ বিষয়ে পুলিশ ও পরিবেশ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।
 
তিনি আরও জানান, ‘সারা বিশ্বে একটি নির্দিষ্ট স্থানে আতশবাজি উদ্‌যাপন করা হয়। অথচ বাংলাদেশ যত্রতত্র হওয়ার কারণেই বন্ধ করা হয়েছে। আগামী বছর নির্দিষ্ট স্থানে আতশবাজির অনুমতি দেওয়ার পরিকল্পনা আছে। ইংরেজি নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে কোনো হুমকি নেই

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ফের বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী

থার্টি ফার্স্টে আতশবাজি ফোটালে ১ মাসের জেল

প্রকাশের সময় : ০৩:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটালে এক মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি ।

তিনি বলেন, ‘থার্টি ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। দিনেরাতে অভিযান চালানো হবে। আতশবাজি ও পটকা ফাঁটাতে দেওয়া হবে না। আতশবাজি ফোটালে এক মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।’
 
শব্দ দূষণের হাত থেকে যেকোনো উপায়ে দেশবাসীকে রক্ষা করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘থার্টি ফার্স্ট ও ইংরেজি নববর্ষ ঘিরে শব্দ হয় এমন কর্মসূচি কোনোভাবেই করতে দেওয়া হবে না।‌ শব্দ দূষণে হৃদরোগসহ অনেক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, মানুষও মারা যায়। আতশবাজি ও পটকা অবৈধভাবে আমদানি হয়।’
 
এ ছাড়া এই বিষয়ে ব্রিফিংয়ে উপস্থতি ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঢাকাবাসীকে অনুরোধ করবো আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকুন। যত্রতত্র হর্ন বাজানো থেকে বিরত থাকুন।
 
তিনি জানান, গত এক সপ্তাহে ১৭২ কেজি পটকা ও আতশবাজি  জব্দসহ গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।‌ এ বিষয়ে পুলিশ ও পরিবেশ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।
 
তিনি আরও জানান, ‘সারা বিশ্বে একটি নির্দিষ্ট স্থানে আতশবাজি উদ্‌যাপন করা হয়। অথচ বাংলাদেশ যত্রতত্র হওয়ার কারণেই বন্ধ করা হয়েছে। আগামী বছর নির্দিষ্ট স্থানে আতশবাজির অনুমতি দেওয়ার পরিকল্পনা আছে। ইংরেজি নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে কোনো হুমকি নেই