০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় কৃষক সমাবেশে জেলা বিএনপির সম্পাদক শরীফ :কৃষকরা অর্থনীতির মূল চালিকা শক্তি

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘কৃষকেরা আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। পতিত স্বৈরাচারী সরকার কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে তাদের জীবনমান তলানিতে ফেলে রেখেছে। কিন্তু বরাবরই বিএনপি কৃষকদের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে পাঁচলিয়া স্কুলমাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে শরীফুজ্জামান বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিবান্ধব নীতির প্রবর্তক ছিলেন। তার এই নীতিকে অনুসরণ করে তারেক রহমান কৃষকদের জন্য টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন। বিএনপি ক্ষমতায় এলে কৃষি উপকরণ সহজলভ্য করার পাশাপাশি কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। ফিরিয়ে আনা হবে শহিদ জিয়ার কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতা।’

তিনি আরও বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল গঠন, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। শহিদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনরায় চালু করে সেচ কার্যক্রমকে গতিশীল করা হবে।’ মহিলা কৃষকদের বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘মহিলা কৃষকদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ সুবিধা ও কর্মসূচি চালু করা হবে। কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কৃষকদের শিক্ষার উন্নয়নেও।’

শরীফুজ্জামান কৃষি ভিত্তিক শিল্পকারখানা ও কোল্ড স্টোরেজ স্থাপনের মাধ্যমে কৃষিপণ্য সংরক্ষণ ও রপ্তানির সুযোগ বৃদ্ধির পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি সমাবেশে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আপনারা নির্ভয়ে নিজেদের দাবি তুলুন। বিএনপি আপনাদের পাশে থাকবে। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি কৃষক পরিবারে স্বচ্ছলতা থাকবে।’

আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জামাল সাদিক পিণ্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।

সমাবেশে বক্তারা বলেন, ‘কৃষকদের অধিকার আদায়ে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দেশের কৃষি উন্নয়ন নিশ্চিত করতে কৃষকদের সংগঠিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার করেন।

সমাবেশে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক পলাশ আহমেদ। সমাবেশে কৃষক দলের প্রবন্ধ পাঠ করেন জামজামি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. মিল্টন।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাজাসহ দুজন আটক

আলমডাঙ্গায় কৃষক সমাবেশে জেলা বিএনপির সম্পাদক শরীফ :কৃষকরা অর্থনীতির মূল চালিকা শক্তি

প্রকাশের সময় : ০৭:৩০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘কৃষকেরা আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। পতিত স্বৈরাচারী সরকার কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে তাদের জীবনমান তলানিতে ফেলে রেখেছে। কিন্তু বরাবরই বিএনপি কৃষকদের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে পাঁচলিয়া স্কুলমাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে শরীফুজ্জামান বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিবান্ধব নীতির প্রবর্তক ছিলেন। তার এই নীতিকে অনুসরণ করে তারেক রহমান কৃষকদের জন্য টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন। বিএনপি ক্ষমতায় এলে কৃষি উপকরণ সহজলভ্য করার পাশাপাশি কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। ফিরিয়ে আনা হবে শহিদ জিয়ার কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতা।’

তিনি আরও বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল গঠন, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। শহিদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনরায় চালু করে সেচ কার্যক্রমকে গতিশীল করা হবে।’ মহিলা কৃষকদের বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘মহিলা কৃষকদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ সুবিধা ও কর্মসূচি চালু করা হবে। কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কৃষকদের শিক্ষার উন্নয়নেও।’

শরীফুজ্জামান কৃষি ভিত্তিক শিল্পকারখানা ও কোল্ড স্টোরেজ স্থাপনের মাধ্যমে কৃষিপণ্য সংরক্ষণ ও রপ্তানির সুযোগ বৃদ্ধির পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি সমাবেশে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আপনারা নির্ভয়ে নিজেদের দাবি তুলুন। বিএনপি আপনাদের পাশে থাকবে। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি কৃষক পরিবারে স্বচ্ছলতা থাকবে।’

আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জামাল সাদিক পিণ্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।

সমাবেশে বক্তারা বলেন, ‘কৃষকদের অধিকার আদায়ে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দেশের কৃষি উন্নয়ন নিশ্চিত করতে কৃষকদের সংগঠিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার করেন।

সমাবেশে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক পলাশ আহমেদ। সমাবেশে কৃষক দলের প্রবন্ধ পাঠ করেন জামজামি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. মিল্টন।

এএইচ