চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় জহুরুল ইসলামকে (৩৬) এক বিএনপির নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ভালাইপুর মোড়ে এ ঘটনা ঘটে।
আহত জহুরুল ইসলাম আলুকদিয়া ইউনিয়নের ঝোড়াঘাটা গ্রামের এলাহী বক্সের ছেলে। তিনি আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
আরও পড়ুন
চুয়াডাঙ্গার ফার্মপাড়ার যুবলীগ কর্মী রবিউলকে কুপিয়ে ক্ষতবিক্ষত
অভিযোগ উঠেছে, বেশ কিছুদিন যাবত রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার গতকাল বুধবার জহুরুলের দোকানে এসে তার ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এতে ধারাল অস্ত্রের আঘাতে জহুরুলের মাথা ও পায়ে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন গণমাধ্যমকে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে ক্ষতের সৃষ্টি হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান গণমাধ্যমকে বলেন, দুই গ্রুপের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।
এএইচ