০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শীতবস্ত্র বিতরণ করেছে সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ

চুয়াডাঙ্গায় অসহায়, দরিদ্র ও অস্বচ্ছল শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে দ্বীনি ও সেবামূলক সংগঠন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ, চুয়াডাঙ্গা।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর থেকে জেলার একাডেমি মোড় বড় মসজিদ সংলগ্ন মাঠ, ছাগল ফার্মপাড়া মাদরাসাতুন নুর মাদরাসার মাঠ, এতিমখানা পাড়া, বেলগাছি শাপলা চত্বর, সুমিরদিয়া আয়শা সিদ্দিকা (রা.) মহিলা মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মিনিট্রাক যোগে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ চুয়াডাঙ্গা’র মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

সংগঠনটির সভাপতি মাওলানা বশির আহমাদ বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় ভৌগলিক কারণে বরাবরই শীতের সময় শীত এবং গরমের সময় গরম বেশি অনুভূত হয়। এজন্য এই জেলার অসহায়, অস্বচ্ছল ও খেটে খাওয়া মানুষরা শীত ও গরম উভয় কালেই প্রচণ্ড কষ্ট সহ্য করে। উলামায়ে কেরামসহ ও অন্যান্য সেবামূলক সংগঠনগুলো যদি তাদের পাশে দাঁড়ায়, আশাকরি অসহায় মানুষদের এই কষ্ট সামান্য হলেও লাঘব হবে।

তিনি আরও বলেন, আপনারা জানেন, ‘সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ’ সংগঠনটি আত্মপ্রকাশের পর থেকেই বিভিন্ন দ্বীনি ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আজ আপনাদের জন্য সামান্য কিছু উপহারের (শীতবস্ত্র) ব্যবস্থা করেছি, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মাওলানা নুরুদ্দিন, মুফতী শোয়াইব আহমাদ কাসেমী, সহ সভাপতি মাওলানা হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সারওয়ার হুসাইন, জহিরুল ইসলাম, জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা ফয়জুল্লাহ আল মুনির, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা যুবায়ের প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় নজরুল চেতনায় অরিন্দমের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চুয়াডাঙ্গায় শীতবস্ত্র বিতরণ করেছে সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ

প্রকাশের সময় : ১১:৪৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় অসহায়, দরিদ্র ও অস্বচ্ছল শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে দ্বীনি ও সেবামূলক সংগঠন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ, চুয়াডাঙ্গা।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর থেকে জেলার একাডেমি মোড় বড় মসজিদ সংলগ্ন মাঠ, ছাগল ফার্মপাড়া মাদরাসাতুন নুর মাদরাসার মাঠ, এতিমখানা পাড়া, বেলগাছি শাপলা চত্বর, সুমিরদিয়া আয়শা সিদ্দিকা (রা.) মহিলা মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মিনিট্রাক যোগে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ চুয়াডাঙ্গা’র মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

সংগঠনটির সভাপতি মাওলানা বশির আহমাদ বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় ভৌগলিক কারণে বরাবরই শীতের সময় শীত এবং গরমের সময় গরম বেশি অনুভূত হয়। এজন্য এই জেলার অসহায়, অস্বচ্ছল ও খেটে খাওয়া মানুষরা শীত ও গরম উভয় কালেই প্রচণ্ড কষ্ট সহ্য করে। উলামায়ে কেরামসহ ও অন্যান্য সেবামূলক সংগঠনগুলো যদি তাদের পাশে দাঁড়ায়, আশাকরি অসহায় মানুষদের এই কষ্ট সামান্য হলেও লাঘব হবে।

তিনি আরও বলেন, আপনারা জানেন, ‘সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ’ সংগঠনটি আত্মপ্রকাশের পর থেকেই বিভিন্ন দ্বীনি ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আজ আপনাদের জন্য সামান্য কিছু উপহারের (শীতবস্ত্র) ব্যবস্থা করেছি, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মাওলানা নুরুদ্দিন, মুফতী শোয়াইব আহমাদ কাসেমী, সহ সভাপতি মাওলানা হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সারওয়ার হুসাইন, জহিরুল ইসলাম, জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা ফয়জুল্লাহ আল মুনির, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা যুবায়ের প্রমুখ।