চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে গোসলে নেমে হাসিবুল ইসলাম (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নিজ গ্রামে জানাযার নামায শেষে হাসিবুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন হয়।
নিহত হাসিবুল ইসলাম দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বাজারপাড়ার রফিকের ইসলামের ছেলে। সে তার বাবার সঙ্গে রাজমিস্ত্রীর লেবার হিসেবে কাজ করতো।
নাটুদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনিছুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় নাতনিকে মারধর করায় পুত্রবধুকে বকাঝকা, অভিমানে বিষপানে আত্মহত্যা
হাসিবুলের এক সহকর্মী বলেন, হাসিবুলসহ আমরা তিন বন্ধু গোসলে নেমেছিলাম। হঠাৎ হাসিবুল পানিতে ডুবে যায়। আমরাও অনেক চেষ্টা করেও তাকে বাচাতে পারেনি। সন্ধার পর হাসিবুলকে উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ইউপি সদস্য আনিছুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে নিহত হাসিবুল রাজমিস্ত্রীর (লেবার) কাজ করতো। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) কাজ শেষে সন্ধার আগে তিনজন ভৈরব নদীতে গোসল করতে নামে। তবে হাসিবুল সাঁতার জানতো না। নদীতে টিন দিয়ে তৈরীকৃত (ডোঙ্গা) নৌকাতে চড়েছিল হাসিবুল। এ সময় তার সহকর্মীরা ঠেলা দিলে সে পানিতে পড়ে তলিয়ে যান হাসিবুল। অনেক খোজাখুজির পর না পেয়ে স্থানীয় ও পরিবারের সদস্যদের খবর দেয় সহকর্মীরা।
ইউপি সদস্য আনিছুর রহমান আরও বলেন, সন্ধার পর খোজাখুজির এক পর্যায়ে কচুরিপানার মধ্যে থেকে হাসিবুলের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন অর্থাৎ আজ মঙ্গলবার সকাল ১০টার হাসিবুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন করা হয়।
এএইচ