চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির মিল গেটের সামনে জোরপূর্বক জায়গা দখলের অভিযো ছোটশলুয়া গ্রামের যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের আব্দুল হাই নামের এক ব্যক্তি।
আজ রোববার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের মৃত হাফিজ উদ্দিনের ওয়ারিশগনের পক্ষে আব্দুল হাই এবং জামাল উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, দক্ষিণ চাঁদপুর মৌজার ৯৫৮ নম্বর খতিয়ানে আরএস ৩৭১৫/৩৭১৬ নম্বর দাগে মসলেম মিয়ার কাছ থেকে তারা ১৪ জানুয়ারি ১৯৮০ সালে .০৫৫০ একর জমি ক্রয় করে যার দলিল নম্বর ৭৯৪। কিন্তু জনৈক কামাল উদ্দিন বেল্টু প্রতারণা করে সেই জমি আব্দুল্লাহ আল মামুনের নিকট বিক্রয় করেন। পরবর্তীতে আব্দুল্লাহ আল মামুনের নামে দেওয়ানী মামলায় পিটিশন করা হলে তাতে মোকাদ্দমা শেষ না হওয়া পর্যন্ত স্বস্ব অবস্থানে থাকার আদেশ দেয় আদালত। কিন্তু আদালতের আদেশ অমান্য করে সেই জমিতে জোরপূর্বক দলীয় প্রভাব খাটিয়ে টিনের ছাউনি ও চাটায়ের বেড়া দিয়ে ঘর নির্মাণ করে দখলে নিয়েছেন আব্দুল্লাহ আল মামুন।
কেরুর মিল গেটের সামনে হওয়ায় সেই জমিটি ভাড়া দিয়ে নিজেই ভোগ করছেন আব্দুল্লাহ আল মামুন। তার এ দখল কাজে সাবেক এমপি আলী আজগর টগর , আওয়ামী লীগ নেতা আলি মুনছুর বাবু, শাহ মামুন, সাইফুল ইসলাম, হুকুম আলী, মুন, ভুট্ট, জসিম, মিঠু, নজু ঘোড়া, রিপন ও কাদের ভাড়াটিয়া সার্বিক সহযোগিতা করেছেন বলে ও সংবাদ সম্মেলনে জানানো হয়। তাদের ক্রয়কৃত জমিতে ঘর তৈরিতে বাঁধা দিতে গেলে মামুন গং তাদেরকে খুন করার হুমকি দেয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুমিদস্যূ, কালোবাজারি, কালো টাকার মালিক যুবলীগ নেতা মামুনের হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী আব্দুল হাইয়ের পরিবারের লোকজন।
এ বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি
এএইচ