চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় সেলিম হোসেন (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক অন্তর (২০)।
স্থানীয় ব্যক্তিরা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে পরিক্ষা-নিরিক্ষার পর সেলিমকে মৃত ঘোষনা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। অন্তরের শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করেছেন।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় সড়কে ঝরল শিশুসহ দুজনের প্রাণ
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যার পর দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সেলিম হোসেন দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের শান্তিপাড়ার মৃত. তোফাজ্জেল হোসেনের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। আহত অন্তর চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের মারফত আলীর ছেলে।
জুড়ানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজরুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে, সেলিম হোসেন নিজ এলাকার পাকা রাস্তার পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসেছিলেন। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেলিম হোসেনকে ধাক্কা দেয়। এতে মোটরসাকেল চালক ও কৃষক সেলিম হোসেন মারাত্মক আহন হন। তবে মোটরসাইকেলে থাকা আরেকজন আরোহী অক্ষত রয়েছেন। পরে আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সেলিম হোসেনকে মৃত ঘোষনা করেন।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় সরকারি সার পাচারের সময় হাতেনাতে ধরল জনতা, অত:পর…
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগ সুত্রে জানা যায়, আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসলে সেলিমকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। অন্তরের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। রাতেই অন্তরকে নিয়ে তার পরিবারের সদস্যরা রাজশাহীর উদ্দেশে সদর হাসপাতাল ত্যাগ করেছেন।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মোটরসাকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এছাড়া চালকের অবস্থা আশংকজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জেনেছি। নিহত সেলিমের মৃতদেহ সদর হাসপাতালের মর্গে আছে। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
এএইচ