১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সরকারি সার পাচারের সময় হাতেনাতে ধরল জনতা, অত:পর…

চুয়াডাঙ্গায় সরকার অনুমোদিত (বিসিআইসি) এক সার ডিলারের মালিকের বিরুদ্ধে চুরি করে সার পাচারের অভিযোগ পাওয়া গেছে। ভ্যানযোগে সার অন্যত্র নিয়ে বিক্রির উদ্দেশ্যে নেয়ার পথে স্থানীয় কৃষকরা আটক করে।

বুধবার (০৪ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌছে সার গুলো জব্দ করে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন যাবত
ডিলারদের বিরুদ্ধে অধিক মুনাফার আশায় বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি করছে এই ডিলার। সার সংকটের কারণে চাষাবাদ ব্যাহত হওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায়, আলুকদিয়া বাজারের মেসার্স বিশ্বাস ট্রেডার্স নিজ এলাকার কৃষকদের সার না দিয়ে চালান ছাড়াই ১০ বস্তা টিএসপি সার অন্যত্র বিক্রি করেন। বুধবার রাতে ভ্যানে সার নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ভ্যানটি আটক করে। পরে উপজেলা কৃষি অফিসে খবর দেয়া হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, অবৈধভাবে ১০ বস্তা সার বিক্রির জন্য নেয়ার সময় আটক করা হয়েছে। তিনি বৈধ কোন রশিদ-চালান দেখাতে পারেননি। আজ বৃহস্পতিবার ডিলার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর পূর্বে সতর্ক করা সত্ত্বেও আলুকদিয়া বাজারের বিসিআইসি সার ডিলার মেসার্স বিশ্বাস ট্রেডার্স এ সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়, যথাযথভাবে ভাউচার প্রদান না করা ও ২০২১ সালের মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মেয়াদ টেম্পারিং করে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়ে বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়। আইন অমান্য করে পুনরায় একই অপরাধ করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক ইকতিয়ার উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লক্ষ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এএইচ

One thought on “চুয়াডাঙ্গায় সরকারি সার পাচারের সময় হাতেনাতে ধরল জনতা, অত:পর…

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাজাসহ দুজন আটক

চুয়াডাঙ্গায় সরকারি সার পাচারের সময় হাতেনাতে ধরল জনতা, অত:পর…

প্রকাশের সময় : ০২:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় সরকার অনুমোদিত (বিসিআইসি) এক সার ডিলারের মালিকের বিরুদ্ধে চুরি করে সার পাচারের অভিযোগ পাওয়া গেছে। ভ্যানযোগে সার অন্যত্র নিয়ে বিক্রির উদ্দেশ্যে নেয়ার পথে স্থানীয় কৃষকরা আটক করে।

বুধবার (০৪ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌছে সার গুলো জব্দ করে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন যাবত
ডিলারদের বিরুদ্ধে অধিক মুনাফার আশায় বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি করছে এই ডিলার। সার সংকটের কারণে চাষাবাদ ব্যাহত হওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায়, আলুকদিয়া বাজারের মেসার্স বিশ্বাস ট্রেডার্স নিজ এলাকার কৃষকদের সার না দিয়ে চালান ছাড়াই ১০ বস্তা টিএসপি সার অন্যত্র বিক্রি করেন। বুধবার রাতে ভ্যানে সার নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ভ্যানটি আটক করে। পরে উপজেলা কৃষি অফিসে খবর দেয়া হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, অবৈধভাবে ১০ বস্তা সার বিক্রির জন্য নেয়ার সময় আটক করা হয়েছে। তিনি বৈধ কোন রশিদ-চালান দেখাতে পারেননি। আজ বৃহস্পতিবার ডিলার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর পূর্বে সতর্ক করা সত্ত্বেও আলুকদিয়া বাজারের বিসিআইসি সার ডিলার মেসার্স বিশ্বাস ট্রেডার্স এ সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়, যথাযথভাবে ভাউচার প্রদান না করা ও ২০২১ সালের মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মেয়াদ টেম্পারিং করে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়ে বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়। আইন অমান্য করে পুনরায় একই অপরাধ করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক ইকতিয়ার উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লক্ষ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এএইচ