০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৪৭ নারী-পুরুষ আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৪৭ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮-বিজিবি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে কিছু মানুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছে।

এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা উপজেলার সীমান্তের মাটিলা, খোশালপুর, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, শ্যামকুড় ও লড়াইঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ ও ১৬ জন শিশু রয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি’র) কমান্ডিং অফিসার লে.কর্নেল শাহ মো: আজিজুস শহীদ জানান, সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জনকে আটক করে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। গত ৫ আগস্ট থেকে গতকাল শনিবার পর্যন্ত মহেশপুর ৫৮ বিজিবি মোট ৯৩৩ জনকে আটক করেছে। এর মধ্যে ৮৮৫ জন বাংলাদেশী, ২৮ জন ভারতীয়, ২০ জন রোহিঙ্গা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও জেল পলাতক আসামী রয়েছেন বলে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৪৭ নারী-পুরুষ আটক

প্রকাশের সময় : ০১:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৪৭ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮-বিজিবি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে কিছু মানুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছে।

এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা উপজেলার সীমান্তের মাটিলা, খোশালপুর, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, শ্যামকুড় ও লড়াইঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ ও ১৬ জন শিশু রয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি’র) কমান্ডিং অফিসার লে.কর্নেল শাহ মো: আজিজুস শহীদ জানান, সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জনকে আটক করে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। গত ৫ আগস্ট থেকে গতকাল শনিবার পর্যন্ত মহেশপুর ৫৮ বিজিবি মোট ৯৩৩ জনকে আটক করেছে। এর মধ্যে ৮৮৫ জন বাংলাদেশী, ২৮ জন ভারতীয়, ২০ জন রোহিঙ্গা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও জেল পলাতক আসামী রয়েছেন বলে জানা গেছে।