১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুকে ‘হা হা’ রিয়েক্ট দেয়ায় ছুরিকাঘাত, ৪ কিশোর আহত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে ফেনীতে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে চার কিশোর আহত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পশ্চিম সোনাপুর গ্রামের নুরুল আবছারের ছেলে মো. অমিত হাসান (১৮), এয়াকুব মিয়ার ছেলে জিসান (১৭), সিরাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (১৭) ও মো. শাহীনের ছেলে রিজন (১৬)। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় রিজন ও শরীফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে অমিত হাসানের এক ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেয় নিলয় নামের ওই এলাকার এক কিশোর। শুক্রবার রাতে সোনাপুর ইসলামী সেন্টারের সামনে অমিত হাসানসহ ৬-৭ জন কিশোর নিলয়কে হাহা রিয়েক্ট দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পকেট থেকে ছুরি বের করে অমতিসহ অন্যদের ওপর হামলা করে নিলয়। পরে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে আনা হলে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আবদুল্লাহ আল মামুন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে নিলয়ের সঙ্গে অমিতের ঝামেলা হয়েছিল। ওই ঘটনার জের ধরে নিলয় কিছুদিন আগে অমিতের ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেয়। এটি নিয়ে জিজ্ঞেস করলে বাকবিতণ্ডার একপর্যায়ে নিলয় প্রথমে অমিতকে এবং পরে আমাদের ওপর ছুরি নিয়ে আক্রমণ করে। ঘটনাস্থলে আমাদের শোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে নিলয় পালিয়ে যায়।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. সাইদুর রহমান বলেন, আহতদের মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন। অন্য একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অঅভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

এক চাকা নিয়ে ঢাকায় অবতরণ করলো বিমানের ফ্লাইট, নিরাপদে ৭১ যাত্রী

ফেসবুকে ‘হা হা’ রিয়েক্ট দেয়ায় ছুরিকাঘাত, ৪ কিশোর আহত

প্রকাশের সময় : ০২:১৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে ফেনীতে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে চার কিশোর আহত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পশ্চিম সোনাপুর গ্রামের নুরুল আবছারের ছেলে মো. অমিত হাসান (১৮), এয়াকুব মিয়ার ছেলে জিসান (১৭), সিরাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (১৭) ও মো. শাহীনের ছেলে রিজন (১৬)। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় রিজন ও শরীফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে অমিত হাসানের এক ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেয় নিলয় নামের ওই এলাকার এক কিশোর। শুক্রবার রাতে সোনাপুর ইসলামী সেন্টারের সামনে অমিত হাসানসহ ৬-৭ জন কিশোর নিলয়কে হাহা রিয়েক্ট দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পকেট থেকে ছুরি বের করে অমতিসহ অন্যদের ওপর হামলা করে নিলয়। পরে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে আনা হলে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আবদুল্লাহ আল মামুন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে নিলয়ের সঙ্গে অমিতের ঝামেলা হয়েছিল। ওই ঘটনার জের ধরে নিলয় কিছুদিন আগে অমিতের ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেয়। এটি নিয়ে জিজ্ঞেস করলে বাকবিতণ্ডার একপর্যায়ে নিলয় প্রথমে অমিতকে এবং পরে আমাদের ওপর ছুরি নিয়ে আক্রমণ করে। ঘটনাস্থলে আমাদের শোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে নিলয় পালিয়ে যায়।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. সাইদুর রহমান বলেন, আহতদের মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন। অন্য একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অঅভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।